প্রচ্ছদ হেড লাইন রিজেন্টের সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিজেন্টের সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিজেন্টের সাহেদের

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

অর্থ আত্মসাতের দুই মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম মামলা আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জানা যায়, মো. সাইফুল্লাহ মাসুদ নামে এক ব্যক্তি সাহেদের বিরুদ্ধে দুটি মামলা করলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

উল্লেখ্য, করোনা পরীক্ষা না করে সার্টিফিকেট দেয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা হয়। গত ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করে র‌্যাব। মামলায় হাসপাতালের মালিক সাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়।

এরই মধ্যে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পলাতক সাহেদকে তাকে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাহেদের ব্যাংক হিসাবও ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক।