প্রচ্ছদ সারাদেশ  সাটুরিয়া থেকে পালিয়ে যাওয়া সেই করোনা রোগী উদ্ধার

 সাটুরিয়া থেকে পালিয়ে যাওয়া সেই করোনা রোগী উদ্ধার

মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সাটুরিয়া থেকে পালিয়ে যাওয়া করোনা রোগীকে ঢাকার গাবতলী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপতালে ভর্তি করেছে সাটুরিয়া উপজেলা প্রশাসন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকার গাবতলীর ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

উল্লেখ্য, আক্রান্ত ব্যক্তি ঢাকার গাবতলী এলাকায় ভ্রাম্যমান দোকানে চা-বিস্কুট বিক্রি করেন। গত ৯ মে সর্দি ও জ্বর নিয়ে তিনি সাটুরিয়ায় গ্রামে নিজ বাড়িতে আসেন । পরদিন তার নমুনা সংগ্রহ করে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। সোমবার (১১ মে) ওই ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ থানার অফিসার-ইন-চার্জ মতিয়ার রহমান মিয়াকে নিয়ে ওই ব্যাক্তির বাড়িতে গিয়ে তাকে বাড়িতে পাননি। মোবাইল ফোনে তাকে বিষয়টি জানানোর পরপরই তিনি পালিয়ে যান।