প্রচ্ছদ আজকের সেরা সংবাদ সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ২০ মে’র মধ্যে নিবন্ধনের আহ্বান

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ২০ মে’র মধ্যে নিবন্ধনের আহ্বান

এবছর হজ পালনে আগ্রহী ব্যক্তিবর্গের অবগতির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের কোটা এখনো খালি রয়েছে।

বুধবার এক তথ্য বিবরণীতে বলা হয়, আগে আসলে প্রাক-নিবন্ধনের ভিত্তিতে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

এতে বলা হয়, যারা ইতোমধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধন করেছেন, কিন্তু বেসরকারি এজেন্সির কোটা পূর্ণ হওয়ায় হজে যেতে পারছেন না সে সকল আগ্রহী ব্যক্তিবর্গকে কোটা খালি সাপেক্ষে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের জন্য আগামী ২০মে’র মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, নিকটস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকা আশকোনা হজ অফিস এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।