প্রচ্ছদ আজকের সেরা সংবাদ সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীকে বৈধ ঘোষণা ইসির

সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীকে বৈধ ঘোষণা ইসির

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টি মনোনীত সকল প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে বেলা প্রায় ১১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এ সময় প্রার্থী, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী ৪৯ জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির একজন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।