প্রচ্ছদ এক্সক্লুসিভ সংবাদ সংক্রমণের হারে ৩০ দেশের তালিকায় বাংলাদেশ

সংক্রমণের হারে ৩০ দেশের তালিকায় বাংলাদেশ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোন ভাইরাসে দিশেহারা বিশ্ব। মরণঘাতি এই ভাইরাসে মানবজাতি ভবিষৎ কী তার কেউ বলতে পারছে না। অজানা মৃত্যুপূরীতেই বাস করছেন মানুষ।

উহানে উৎপত্তি হলেও আক্রান্ত ও ‍মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে সবচেয়ে শোচনীয় অবস্থা আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সের।

শনিবার (১৫ মে) সকাল পর্যন্ত বিশ্বের এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৪৫ লাখ ২৭ হাজারে ওপরে। মৃত্যু হয়েছে ৩ লাখের ওপরে।

মরণঘাতির এই ভাইরাসে ছোবলে বাংলাদেশও। বিশ্বে যে ৩০টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত মানুষ সবচেয়ে বেশি তাদের মধ্যে এখন বাংলাদেশও আছে। 

বাংলাদেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৬৩। যদিও এর মধ্যে সরকারি হিসাব অনুযায়ী সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষ ৩০ দেশ হল:
১. যুক্তরাষ্ট্র
২. স্পেন
৩. রাশিয়া
৪. যুক্তরাজ্য
৫. ইতালি
৬. ব্রাজিল
৭. ফ্রান্স
৮. জার্মানি
৯. তুরস্ক
১০. ইরান
১১. চীন
১২. ভারত
১৩. পেরু
১৪. কানাডা
১৫. বেলজিয়াম
১৬. সৌদি আরব
১৭. নেদারল্যান্ডস
১৮. মেক্সিকো
১৯. পাকিস্তান
২০. চিলি
২১. ইকুয়েডর
২২. সুইজারল্যান্ড
২৩. সুইডেন
২৪. পর্তুগাল
২৫. কাতার
২৬. বেলারুশ
২৭. সিঙ্গাপুর
২৮. আয়ারল্যান্ড
২৯. সংযুক্ত আরব আমিরাত
৩০. বাংলাদেশ

এই ৩০টি দেশের মধ্যে কেবলমাত্র কাতার ও ইকুয়েডরে বাংলাদেশের চেয়ে কম টেস্ট করা হয়েছে।

সবচেয়ে বেশি টেস্ট করা হয়েছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র ১০২৬৯৯৯৬
রাশিয়া ৫৯৮২৫৫৮
জার্মানি ৩১৪৭৭৭১
ইতালি ২৭৩৫৬২৮
স্পেন ২০৯৪২০৯
ফ্রান্স ১৩৮৪৬৩৩
কানাডা ১১৬৯৩৮০