প্রচ্ছদ সারাদেশ ময়মনসিংহ বিভাগ শেরপুর চেম্বার নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে প্যানেল গঠিত

শেরপুর চেম্বার নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে প্যানেল গঠিত

এস এ সুজন শাহী, শেরপুর : আগামী ১৪ ডিসেম্বর শেরপুর চেম্বার অব কমার্স এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুরু হয়েছে বিভিন্ন ক্যাটাগরি বিভাগের পরিচালক পদে প্রার্থীদের দৌড়ঝাপ। এরই ধারাবাহিকতায় ১৯ নভেম্বর সোমাবার রাতে শহরের নিউমার্কেটস্থ হোটেল সম্পদের সম্মেলন কক্ষে জেলার বিশিষ্ট ব্যাবাসীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইতিপূর্বের নির্বাচনের ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব দুলাল মিয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন চেম্বারের সাবেক সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, চেম্বারের বর্তমান সিনিয়র সহ সভাপতি আলহাজ হায়দার আলী, জুনিয়র সহ সভাপতি প্রকাশ দত্তসহ বর্তমান ও সাবেক পরিচালকদের মধ্যে আমজাদ হোসেন, মো. আরিফুর রহমান, লুৎফর রহমান বাদল, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, বরিরুল আলম সেলু প্রমূখ নেতৃবৃন্দ। এসময় শহরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে চেম্বার নির্বাচন নিয়ে পরামর্শ এবং পরিবর্তিতে সংগঠন থেকে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার জন্য আহ্বান করা হয়। সভায় আগামী নির্বাচনে পৃথক ৩ গ্রুপ থেকে মোট ১৯ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে প্যানেল গঠনের সিদ্ধান্ত হয়। প্রাথমিক ভাবে প্যানেলের সভাপতি পদে আসাদুজ্জামন রৌশনকে এবং সিনিয়র ও জুনিয়র সব সভাপতি পদে যথাক্রমে প্রকাশ দত্ত ও মো. আরিফুর রহমানের নাম ঘোষনা করেন চেম্বারের সাবেক সভাপতি ও ব্যাবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের উপদেষ্টা পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন। প্যানেলের বাকি সদস্যদের নাম পরে ঘোষনা করা হবে বলে সভায় জানানো হয়। উল্লেখ্য, এবারের নির্বাচনে পৃথক ৩ গ্রুপ থেকে ১৯ পরিচালক পদের জন্য মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৫ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে অপর আরো একটি প্যানেল ঘোষনা হওয়ার সম্ভাবনা রয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।