প্রচ্ছদ সারাদেশ ময়মনসিংহ বিভাগ শেরপুরে হুইপ আতিকের পক্ষে মনোনয়নপত্র কিলনেন দলীয় নেতা-কর্মীরা

শেরপুরে হুইপ আতিকের পক্ষে মনোনয়নপত্র কিলনেন দলীয় নেতা-কর্মীরা

এস এ সুজন শাহী, শেরপুর : শেরপুর জেলা নির্বাচন অফিস থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন দলীয় নেতা-কর্মীরা। ২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে এ মনোনয়নপত্র উত্তোলনের সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সহ সভাপতি মো. খোরশেদুজ্জামান, ফকরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম সম্পাদক পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন ও নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক বসিরুল ইসলাম সেলু ও আনোয়ারুল হাসান উৎপল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম চেয়ারম্যান, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেরপুর-১ সদর আসনে এবার আওয়ামীলীগ থেকে প্রায় ডজন খানিক প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন নৌকা প্রতীক পাওয়ার জন্য। এদের মধ্যে এখনও দল থেকে চুড়ান্ত ভাবে কাউকেই দলীয় টিকিট বা নৌকা প্রতীক দেওয়া হয়নি। তবে শেরপুর-১ আসনে থেকে ৫ বারের মতো এবারও দলীয় টিকিট হুইপ আতিউর রহমান আতিকের ভাগ্যেই থাকবে বলে দলীয় একাধিক সূত্র জানায়। তাই সরকারী ভাবে নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হলো। হুইপ আতিক টানা ৪ বার নৌকা প্রতীক নিয়ে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন।