প্রচ্ছদ সারাদেশ শিবালয়ে ভুমি দখলে অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শিবালয়ে ভুমি দখলে অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ : 

মানিকগঞ্জের শিবালয়ে অবৈধভাবে ভুমি জবরদখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মো. ছামসুল ইসলাম।

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) সকালে শিবালয় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ছামসুল ইসলাম।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী শিবালয় উপজেলার বড়বোয়ালী গ্রামের ছামসুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, শিবালয় উপজেলার কাতরাসিন গ্রামের তোফাজ্জল হোসেনগং কাতরাসিন মোজায় আমার খরিদকৃত ৬ শতাংশ জায়গায় তিন তলা ফাউন্ডেশন দিয়ে পাকা ভবন উত্তোলনে বাধা দিলে সে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ এবং আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে শিবালয় থানায় একটি অভিযোগ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিপক্ষগণ আমার অনেক কষ্টে অর্জিত অর্থ দিয়ে ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখলের অসৎ উদ্দেশ্যে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করে নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত থেকে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণনাশসহ অপুরণীয় ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে।

এসময় স্থানীয় প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি’র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।