প্রচ্ছদ আজকের সেরা সংবাদ শাজাহান খানকে আরও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ইলিয়াস কাঞ্চন

শাজাহান খানকে আরও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ইলিয়াস কাঞ্চন

শাজাহান খান দুর্বলতা ঢাকার জন্য আমার নামে মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। মিথ্যাচার প্রমাণের জন্য তাকে আবারও ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলাম বলে জানান কাঞ্চন। বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন আয়োজিত এক প্রতিবাদমূলক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শাজাহান খান আমার নামে মিথ্যাচার করেছেন নিজের দুর্বলতা ঢাকার জন্য। আমার নামে মানহানিকর কথা বলেছেন জাতিকে বিভ্রান্ত করার জন্য এবং সড়ক পরিবহন আইন ২০১৮কে বাধাগ্রস্ত করার জন্য। আমার নামে মিথ্যাচার প্রমাণের জন্য তাকে আবারও ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলাম। আমার বিরুদ্ধে মিথ্যাচারের জন্য আমার সংগঠনের পক্ষ থেকে ওইদিনই প্রতিবাদ জানানো হয় এবং শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এই সময় দেওয়া হয় যাতে তার দেওয়া তথ্যের প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেন অথবা ক্ষমা প্রার্থনা করার জন্য। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও তিনি তার বক্তব্যের পক্ষে জাতির সামনে কোনও প্রমাণ হাজির করতে পারেননি এবং ক্ষমাও চাননি। তাকে আবারও ২৪ ঘণ্টার সময় বেঁধে দিচ্ছি। যদি এই সময়ের মধ্যে তিনি জাতির সামনে তথ্য তুলে ধরতে না পারেন তাহলে আমি আইনের পথে হাঁটবো।’

শাজাহান খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি কারও পক্ষে-বিপক্ষে নই। আমি আপামর মানুষের স্বার্থে কথা বলি। কিন্তু শাজাহান খান বলে থাকেন আমি নাকি সাধারণ মানুষের কাছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে কথা বলে নেতিবাচক আবহ তৈরি করি। আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি, কবে কখন কোথায় সরাসরি পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে কথা বলেছি সেটা প্রমাণ করতে হবে। আমি সব সময় কথা বলে আসছি অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, বিশৃঙ্খল পরিবেশের বিরুদ্ধে। আর সেটা যদি কারও বিপক্ষে যায় তাহলে কি খুব বেশি অন্যায় হবে?’ শাজাহান খানের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘পরিবহন সেক্টরে বছরে বিভিন্ন খাতের নামে যে টাকা উত্তোলন (চাঁদা) করা হয় সেই টাকার কত অংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করেছেন, কয়টা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন দক্ষ শ্রমিক গড়ার জন্য, কয়টা হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন শ্রমিকদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, তাদের জীবনমান উন্নয়নের জন্য কত অংশ ব্যয় করেছেন সেই টাকার?’

এর আগে ‘নিরাপদ সড়ক চাই’ কতজন দক্ষ চালক তৈরি করেছে- শাজাহান খানের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নতুন চালক তৈরি করার জন্য বিনা ফি তে এসএসসি পাস, দরিদ্র, বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স নেওয়ার উপযোগী করে তুলছি। আপনার সংগঠন পরিচালনার জন্য যে অর্থ ব্যয় হয় সেই টাকা কোথা থেকে আসে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সংগঠন শুরুর প্রথম ১২ বছর আমার নিজের অর্থে সংগঠন পরিচালনা করেছি। পরে একটা সাংগঠনিক কাঠামো করে এই সংগঠন পরিচালনা করছি। আমাদের রেজিস্টার্ড সদস্য আছে প্রায় ১৫ হাজারের মতো যারা বাৎসরিক এবং মাসিক ফি দেয়। এছাড়া আমাদের ১২০টি শাখা সংগঠন আছে যারা প্রতি দুই বছর অন্তর রিনিউ ফি প্রদান করে। এছাড়া যখন কোনও অনুষ্ঠান করি তখন বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন তারা আমাদের স্পন্সর করেন।’

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে জ্ঞানপাপী বলে অভিহিত করেন। ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন, আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন? কয়টি স্কুল করেছেন, কয়জন মানুষকে ট্রেনিং দিয়েছেন, আমি এ তথ্য বের করছি। ইলিয়াছ কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে লাখ লাখ টাকা নেন, সেই হিসাব আমি জনসম্মুখে তুলে ধরবো।’