প্রচ্ছদ খেলাধুলা লা-লিগা শুরু জুনে!

লা-লিগা শুরু জুনে!

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা বুন্ডেসলিগা চালু করার ব্যাপারে জানায় গতকাল বৃহস্পতিবার। আগামী ১৬ মে থেকে পুনরায় শুরু হবে এই জার্মান লিগ।

এরপরই সুখবর দিলো লা-লিগা। স্প্যানিশ এই জমজমাট লিগ শুরু হবে জুনের মাঝামাঝি সময়ে।লা-লিগার ক্লাব লেগানেসের কোচ জাভিয়ের আগুয়েরি জানিয়েছেন, জুনের ২০ তারিখে থেকে লা লিগার চলতি মৌসুমের খেলা শুরুর সম্ভাবনা রয়েছে। যা আগামী ২৬ জুলাই পর্যন্ত চলবে।

যদিও এ ব্যাপারে অবশ্য লা লিগার আনুষ্ঠানিক বার্তা এখনো পাওয়া যায়নি।‘লিগ শুরু করার তারিখ পেয়েছি আমরা। ২০ জুন থেকে ২৬ জুলাইয়ের মধ্যে শেষ করতে চাই। সপ্তাহে চারদিন খেলা হবে এমনটাই জানিয়েছে লা-লিগা কর্তৃপক্ষ। আমরা এরই মধ্যে অনুশীলনের সময়সূচীও ঠিক করেছি।

’এদিকে বুন্ডেসলিগা শুরু হলেও মাঠে থাকবে না ৩০০ জনের বেশি দর্শক। নিয়মিত মেডিক্যাল চেক-আপ করানো হবে খেলোয়াড়দের।বুন্ডেসলিগার চ্যান্সেলর আঙ্খেলা মার্কেল জানিয়েছেন, লিগ শুরু হলেও সব ম্যাচ হবে ফাঁকা গ্যালারিতে। স্টেডিয়ামে থাকতে পারবে মাত্র ৩০০ জন। এছাড়াও করোনার সংক্রমণ আছে কি না জানতে ফুটবলারদের নিয়মিত মেডিক্যাল পরীক্ষা দিতে হবে।