প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ “লাভ ফর ব্লাড”র উদ্যোগে মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদে সুরক্ষা সামগ্রী বিতরণ

“লাভ ফর ব্লাড”র উদ্যোগে মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদে সুরক্ষা সামগ্রী বিতরণ

স্যমসন সুপ্রিয় জামান, মানিকগঞ্জ :

করোনা মহামারীর সময় যেরকম সামাজিক দূরত্ব বজায় রাখা উচিৎ তেমনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও গুরুত্বপূর্ণ। ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ পড়তে মসজিদে উপস্থিত হলে প্রথমেই তাদের সুরক্ষিত হওয়া দরকার। মসজিদে মুসল্লিদের পরিচ্ছন্ন পরিবেশ রক্ষা করতে পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠন “লাভ ফর ব্লাড” ।

আজ ১৭ই জুলাই(শনিবার) সংগঠনটি মানিকগঞ্জ পৌরসভার ১২টি মসজিদে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মসজিদগুলো হলো-সদর উপজেলা পরিষদ সংলগ্ন জামে মসজিদ,সদর হাসপাতাল জামে মসজিদ,বাসস্ট্যান্ড বড় বাজার সংলগ্ন জামে মসজিদ,সেওতা ইদগাহ জামে মসজিদ,বনগ্রাম জামে মসজিদ,দেবেন্দ্র কলেজ জামে মসজিদ,বয়েজ স্কুল সংলগ্ন জামে মসজিদ,কোর্ট সংলগ্ন জামে মসজিদ,স্টেডিয়াম সংলগ্ন জামে মসজিদ,বেওথা জামে মসজিদ,দুধবাজার জামে মসজিদ ।

এ সময় উপস্থিত ছিলেন, পরিচালক মন্ডলির সদস্য এবং ১২ টি মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনগন ।

সংগঠটির সদস্যরা মসজিদ প্রতিনিধির কাছে সুরক্ষা সামগ্রী বুঝিয়ে দেয় এবং সংগঠনের উত্তরত্তর সাফল্য কামনায় দোয়া প্রার্থনা করেন।

এসময় সংগঠনটির স্বপ্ন দ্রষ্টা ফাজলে নাভেদ অনন বলেন,আমরা এরকম জনসচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক মূলক সকল কাজ অব্যাহত রাখবেন।