প্রচ্ছদ আইন আদালত লকডাউনে বিপাকে পড়া আইনজীবীদের দেয়া হচ্ছে বিনা সুদে ঋণ

লকডাউনে বিপাকে পড়া আইনজীবীদের দেয়া হচ্ছে বিনা সুদে ঋণ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী চলা অঘোষিত লকডাউনে বন্ধ রয়েছে আদালতপাড়া। এ অবস্থায় বিপাকে পড়া আইনজীবীদের বিনা সুদে দুই বছর মেয়াদি ঋণ দেবে ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)। ঋণ নিতে ইতোমধ্যে আবেদন করেছেন সাত হাজার ৫১১ তালিকাভুক্ত আইনজীবী। এ বিষয়ে আলোচনা করতে ২৫ হাজার ২০৯ তালিকাভুক্ত সদস্য থাকা ঢাকা বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়েছে আগামী ২৩ এপ্রিল।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘ঋণ দেয়ার বিষয়ে আমরা কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করব। সেই সাথে বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথেও আলোচনার মাধ্যমে সমন্বয় কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে ঋণ দেয়ার কার্যক্রম শুরু করব।’

সমিতির অফিস সেক্রেটারি অ্যাডভোকেট এইচএম মাসুম জানান, গত ১৩ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় বিনা সুদে ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ জন্য সোমবার ছিল আবেদন জমা দেয়ার শেষ সময়। ‘এ সময়ের মধ্যে ৭ হাজার ৫১১ জন আবেদন করেছেন। অনেকে না বুঝে একাধিকবার ই-মেইলে আবেদনপত্র পাঠিয়েছেন। তাই সংখ্যাটি যাচাই-বাছাই চলছে। আবেদনের সংখ্যা কমতে পারে।’

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ২৫ মার্চ থেকে ঢাকার আদালতপাড়া বন্ধ রয়েছে। সূত্র : ইউএনবি