প্রচ্ছদ আজকের সেরা সংবাদ রো‌হিঙ্গা ক‌্যাম্প থে‌কে এন‌জিওকর্মী‌দের ফেরত আসার নি‌র্দেশ

রো‌হিঙ্গা ক‌্যাম্প থে‌কে এন‌জিওকর্মী‌দের ফেরত আসার নি‌র্দেশ

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সব এনজিও কর্মীদের দ্রুত ফেরত আসার নির্দেশ দেয়া হয়েছে।

জা‌তিসংঘভি‌ত্তিক স্থানীয় এনজিওদের নিরাপ‌দে থাকার কথা বলা হয়ে‌ছে। এ সুবা‌দে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল এনজিও কর্মকর্তাদের স্ব স্ব এনজিও পক্ষ থেকেও এই নির্দেশ দেয়া হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার রাতের ঘটনার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এই নির্দেশ দেয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত জাতিসংঘের সকল কর্মকর্তাদের দ্রুত কক্সবাজার শহরে ফেরত আসার নির্দেশ দেয়া হয়।

আজ বুধবার দুপুর ১টার কিছু সময় আগে ওই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এনজিও কর্মীরা ক্যাম্প থেকে ফেরত আসতে প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। প্রতেক এনজিও কর্মীকে এ সংক্রান্ত বিশেষ জরুরি বার্তা দেয়া হয়েছে।

বিশেষ বার্তা পাওয়ার পরপরই সকল এনজিও কর্মী রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারে ফেরত আসতে শুরু করেছে।

এর আগে সকালে একইভাবে জরুরি বার্তা পাঠিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল এনজিও কর্মীদের দ্রুত ফেরত আনা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়। এর আগে গত শুক্র ও শনিবার একই ধরনের সংঘর্ষে আরো ৩ জন নিহত হয়েছে।

উ‌খিয়া থানা পু‌লিশ নিহত‌দের ময়নাতদন্ত শে‌ষে মামলা রজু ক‌রে‌ছে। এখ‌নো ক‌্যাম্প এলাকায় চরম উ‌ত্তেজনা বিরাজ কর‌ছে। ত‌বে পু‌লিশ, র‌্যাব, কোস্টগার্ড, বি‌জি‌বি, সেনাবা‌হিনীসহ গো‌য়েন্দা শাখার সদস‌্যরা সার্বক্ষ‌ণিক টহল জোরদার রে‌খে‌ছে।