প্রচ্ছদ খেলাধুলা রাশিয়ার জয়ের পর যা বললেন পুতিন

রাশিয়ার জয়ের পর যা বললেন পুতিন

লুঝনিকিতে ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে রাশিয়া বিশ্বকাপের। আর দারুণ জয়ে উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রাখলো স্বাগতিক রাশিয়া। ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সৌদি আরবকে। এদিন রাশিয়ার বিপক্ষে কোনও প্রতিরোধই গড়তে পারেনি ওসামা-ফাহাদরা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভিআইপি বক্সে বসেই পুরোটা সময় সেই ম্যাচ দেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

আর এ জয়ের পর পুতিন খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ফোন করেছেন রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরচেশভকে। চেরচেশভই এই তথ্য নিশ্চিত করেছেন।

চেরচেশভ জানান, খেলার পরপরই প্রেসিডেন্ট আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, খুব ভালো খেলেছো। যা হচ্ছে ভালো হচ্ছে। এভাবেই চালিয়ে যাও…। দলের সবার জন্য আমার শুভেচ্ছা ও অভিনন্দন।

তবে ৫-০ গোলে জয়ের পর রাশিয়ার কোচ বলেন, আমরা ঠিক পথেই এগোচ্ছি। আজকের ম্যাচের পর অন্তত সেটাই প্রমাণ হয়। আপাতত আজকের জয়ের পাতা উল্টে রাখতে চাই। পরের ম্যাচ নিয়ে ভাবতে চাই।