প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ রায়পুরায় জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রায়পুরায় জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি: “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই স্লোগান কে সামনে রেখে সারা দেশের উদযাপন হচ্ছে ৪৭ তম জাতীয় সমবায় দিবস।
একই ভাবে নরসিংদীর রায়পুরায় ও  ৪৭ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করেছে রায়পুরা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীরা। রবিবার সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা প্রশাসন। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান কয়েকটি সড়ক পদক্ষিন শেষে পুন:রায় উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়।
এ সময় জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার নাজমুল হকের সভাপতিত্বে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন
উপজেলা প্রকৌশলী শাহ্ আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা  বিআরডিবির চেয়ারম্যান হাসিব আহমেদ জাকির,মাছ রাঙা সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন হালিম, সমবায়ী শামছুর নাহার লিলি। অনুষ্ঠানে সমবায় কর্মকর্তা ও কর্মচারী এবং সমবায়ী সংগঠনের সদস্যবৃন্দ, সুশীলসমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।