প্রচ্ছদ শিক্ষাঙ্গন রাবিতে পহেলা বৈশাখের আযোজন ৬টার মধ্যে সমাপ্তির নির্দেশ

রাবিতে পহেলা বৈশাখের আযোজন ৬টার মধ্যে সমাপ্তির নির্দেশ

রাবি প্রতিনিধি: আগামীকাল পহেলা বৈশাখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনগুলো নানা আয়োজনের মধ্য দিয়ে এই বৈশাখকে বরণ করে নেবে। তবে সন্ধ্যা ৬টার মধ্যেই বৈশাখের সকল আয়োজন শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, আগামীকাল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিক্সা, বাইসাইকেলসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যা ৬টার মধ্যে বৈশাখের আয়োজনে সকল প্রকার অনুষ্ঠান শেষ করতে হবে। বৈশাখের শোভাযাত্রায় কোন প্রকার মুখোশ পরা যাবে না এবং উচ্চ শব্দের বাঁশি বাজানো জাবে না। দুপুরে খাবার জন্য যে সব গাড়ি প্রবেশ করবে সেই গাড়িগুলো বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করে সিলসিলা রেঁস্তোরা হয়ে বিভিন্ন ভবনে যাবে। খাবার দেয়া শেষে আবার একই রাস্তা হয়ে ফিরে যাবে।

শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে আইন-শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।