প্রচ্ছদ আজকের সেরা সংবাদ রানা প্লাজা ট্র্যাজেডির ছয় বছর আজ

রানা প্লাজা ট্র্যাজেডির ছয় বছর আজ

বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা- রানা প্লাজা ধসের ছয় বছর আজ। ২০১৩ সালের এইদিন সকালে ধসে পড়ে সাভারের ৯ তলা ভবন রানা প্লাজায় থাকা গার্মেন্টস করখানাসহ এক শ’র বেশি দোকান।

এ ঘটনায় উদ্ধার করা হয় ১ হাজার ১৭৫ জন শ্রমিকের মৃতদেহ। আহত হয় কয়েক হাজার শ্রমিক।

ওই ঘটনায় দায়ীদের কারো এখনও শাস্তি হয়নি। শেষ হয়নি মামলার বিচার কাজ। ১৪টি মামলা হলেও ২০১৬ সালে ভবনের মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বর্তমানে জামিনে রয়েছে ৩২ আসামি। পলাতক রয়েছে ৬জন আর মারা গেছে দুই আসামি।