প্রচ্ছদ সারাদেশ রংপুর বিভাগ রাজারহাটে জলাতঙ্ক অবহিতকরণ সভা

রাজারহাটে জলাতঙ্ক অবহিতকরণ সভা

এ.এস.লিমন রাজারহাট ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ- কুড়িগ্রামের রাজারহাটে ২০২২ ইং সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূল ও কুকুরের টিকাদানের লক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ ডিসেম্বের) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃশহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইসী লায়লা ফেরদৌসী বেথী,সিডিসি ঢাকা সাস্হ্য অধিদপ্তর ডাঃ সৈয়দ মোহাম্মদ উল্যাহ,উমরমজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান এনামুল হক, ছিনাই ইউপি চেয়ারম্যান নুুরুজ্জামান হক বুলু, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্র নাথ কর্মকার,প্রেসকাল রাজারহাট সভাপতি এস.এ বাবলু,প্রেসক্লাব রাজারহাট সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংবাদিকসহ প্রমুখ।
সভায় বক্তারা জলাতঙ্ক রোগের কুফল সর্ম্পকে তুলে ধরে আলোচনা করেন।
বক্তারা জলাতঙ্ক রোগের কুফল সর্ম্পকে তুলে ধরে আলোচনা করেন।