প্রচ্ছদ আজকের সেরা সংবাদ রাখাইনে সেনাবাহিনীর গোলাবর্ষণে নিহত ৮

রাখাইনে সেনাবাহিনীর গোলাবর্ষণে নিহত ৮

রাখাইনে সেনাবাহিনীর গোলাবর্ষণে নিহত ৮

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের এক গ্রামে গোলার আঘাতে আটজন নিহত হয়েছে। স্থানীয় দুই কর্মকর্তা ও এক গ্রামবাসীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাজ্যটির পুনাগেয়ান অঞ্চলের কেয়াউক সেইক গ্রামে গোলাবর্ষণের এ ঘটনা ঘটে।পুনাগেয়ান শহরের সাংসদ তুন মউং বলেন, আমি কেয়াউক সেইক গ্রামে গিয়েছিলাম, সেখানে আটজন নিহত হয়েছে। স্থানীয় একজন সরকারি কর্মকর্তা তুন আয়িও রয়টার্সকে একই তথ্য দিয়েছেন।এই দুই কর্মকর্তা বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছে যে সেনাবাহিনী এই গোলাবর্ষণ করেছে। কেয়াউক সেইক গ্রামের একজন বাসিন্দা দোয়ে মং বলেন, গোলাবর্ষণের ঘটনায় তর তিন ভাতিজা নিহত হয়েছে।মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি (এএ) এক বিবৃতিতে ওই গ্রামে গোলাবর্ষণের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে। তারা জানিয়েছে, সোমবার ওই এলাকায় তাদের সঙ্গে সেনাবাহিনীর কোনও ধরনের লড়াই হয়নি। সেনাবাহিনীই কেয়াউক সেইক গ্রামে গোলাবর্ষণ করেছে বলে দাবি তাদের।কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করে তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই বলে দাবি করেছে। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুন তুন নায়ি বলেন, উত্তর রাখাইনে লড়াই চলছে, কিন্তু কোনও গ্রামে গোলাবর্ষণের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত আমরা বেসামরিক কারও মৃত্যুর খবর পাইনি।