প্রচ্ছদ আজকের সেরা সংবাদ রসায়নে নোবেল পেলেন ২ নারী বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ২ নারী বিজ্ঞানী

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

এ বছর রসায়নে নোবেল পেয়েছেন দুই নারী বিজ্ঞানী। জিন-সম্পাদনা পদ্ধতির উন্নয়ন ঘটিয়ে তারা নোবেল পুরস্কার লাভ করেন। তারা হলেন- ফ্রান্সের এমানুয়েলে শার্পেন্তিয়েখ ও যুক্তরাষ্ট্রের জেনিফার ডৌডনা।

বুধবার (৭ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছরের বিজয়ী হিসেবে এই দুই নারীর নাম ঘোষণা করে। তারা দু’জন পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন। খবর এএফপির

চলতি বছর নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোনার বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টে। আগে এ পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ১৪ হাজার ডলার)।