প্রচ্ছদ আর্ন্তজাতিক যুক্তরাষ্ট্রে মানুষের মৃতদেহ থেকে জৈব সার তৈরির অনুমোদন

যুক্তরাষ্ট্রে মানুষের মৃতদেহ থেকে জৈব সার তৈরির অনুমোদন

মানুষের মৃতদেহ থেকে জৈব সার (কম্পোস্ট) তৈরির আইনি অনুমতি দেওয়া হলো যুক্তরাষ্ট্রে। আইন অনুযায়ী, যে কেউ এখন ইচ্ছা করলে জৈব সার তৈরির জন্য নিজের শরীর দান করে যেতে পারবেন। মৃত্যুর পর দেহ মাটিতে মিশিয়ে তৈরি হবে কম্পোস্ট।

কবর দেওয়ার প্রচলিত রীতির বিকল্প হিসেবে এই পদ্ধতিকে দেখা হচ্ছে। বিশেষত, যে শহরগুলিতে কবরস্থানের জমির সংকট তৈরি হয়েছে, সেখানে এটি বিকল্প সমাধান হতে পারে।

মৃতদেহ সারে রূপান্তর করে, তা প্রিয়জনদের হাতে তুলে দেওয়া হবে। যাতে তারা ফুলগাছ বা বৃক্ষ রোপণ করতে পারেন। ওয়াশিংটনের গভর্নর জে ইনস্লের স্বাক্ষরের পর গত মঙ্গলবার বিলটি আইনে পরিণত হয়।