প্রচ্ছদ সারাদেশ যশোরে অভাব-অনটনে এক দড়িতে ঝুললেন দম্পতি

যশোরে অভাব-অনটনে এক দড়িতে ঝুললেন দম্পতি

যশোর :

যশোরে কেশবপুরে উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী বলছেন, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোপসেনা গ্রামের দিন মুজুর শহিদুল গাজীর ছেলে শামীম (৩০) ও তার স্ত্রী রেনোকা বেগম (২৪) নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। শামীম ও রেনোকার তিন বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

প্রতিবেশীরা জানান, পরিবারটি খুব গরিব ছিল। শামীম বিদ্যুতের পিলার স্থাপনের কাজ করতেন। ‘করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসনের কড়াকড়ির কারণে শামীমের কাজ বন্ধ হয়ে যায় । ঘরে শুয়ে-বসে দিন কাট ছিল তাদের। নিজস্ব কোন জসিম না থাকায় প্রতিদিরন শ্রম বিক্রি করে যা আয় হতো তা দিয়ে তাদের সংসার চলত। কিন্তু কাজ বন্ধ হওয়ার পর থেকে তার সংসারে নেমে আসে অভাব। অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। অভাব ও দেনার কারণে এই দম্পতি আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, সংসারে অভাব-অনটনের কারণে তারা আত্মহত্যা করেছেন বলে শুনেছি।