প্রচ্ছদ খেলাধুলা ম্যাচ ফি দিতে পারছে না উইন্ডিজ ক্রিকেট!

ম্যাচ ফি দিতে পারছে না উইন্ডিজ ক্রিকেট!

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

ক্রিকেটারদের সঙ্গে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সম্পর্ক সবসময়ই ছিল তিক্ত। সবসময়ই ক্যারিবিয়ান ক্রিকেটাররা নিজেদের প্রাপ্ত অর্থের জন্য লড়াই করে আসছে। এই পরিস্থিতির জন্য অনেকেই সরাসরি দায়ী করেছে, দেশটির ক্রিকেট বোর্ডের দুর্নীতিকে।

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে বাইশ গজের লড়াই। স্বাভাবিকভাবেই ক্ষতির মুখে পরেছে ক্রিকেটে বোর্ডগুলো।

তবে নতুন খবর হচ্ছে, গত চারমাস অর্থাৎ করোনা মহামারী হবার আগ থেকেই ম্যাচ-ফি পাচ্ছেন না ক্যারিবীয়ান ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই) এর পেছনে অবশ্য দাঁড় করিয়েছে অন্য এক যুক্তি। তাদের দাবি, ২০১৮ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ সফরে ২কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১৮৬ কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের। যার ফলে ঘরোয়া-আন্তর্জাতিক কোনো খেলোয়াড়কেই ম্যাচ ফি দিতে পারেনি সিডব্লআই।

বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ অবশ্য নিশ্চয়তা দিয়েছেন, খুব দ্রুতই ম্যাচ-ফি বুঝে পাবেন ক্রিকেটাররা। এই সমস্যা নিয়ে কাজ করছেন তারা।

‘সব কিছু ঠিকভাবে পরিচালনা করতে প্রচুর অর্থের প্রয়োজন।  আমরা খেলোয়াড়দের পাওনার বিষয়গুলো অগ্রাধিকার দিয়েই কাজ করার চেষ্টা করছি। এই সময়টা ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো ধনী বোর্ডও খুব কঠিন সময় পার করছে।’