প্রচ্ছদ আজকের সেরা সংবাদ মেসিকে অবসর নেওয়ার ডাক ভক্তদের

মেসিকে অবসর নেওয়ার ডাক ভক্তদের

ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্সের পর ডাক উঠছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির অবসরের। দলের পাশাপাশি অবশ্য মেসিও ভালো খেলেন নি ওই ম্যাচে। বার্সেলোনা তারকাকে যেন চেনাই যাচ্ছিল না। শেষ পর্যন্ত আনতে রেবিচ, লুকা মদ্রিচ ও ইভান রকিটিচের গোলে ৩-০ গোলে জয় পায় ক্রোয়েশিয়া। এই হারের ফলে বিশ্বকাপে টিকে থাকতে হলে আর্জেন্টিনাকে ছোটখাট মিরাকল ঘটাতে হবে।

দ্য সান লিখেছে, এর আগেও অবশ্য মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। ২০১৬ সালে তার দল কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর তিনি অবসরের ঘোষণা দেন।

তবে এখন ভক্তরা বলছেন, এবার পাকাপাকিভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সময় তার। সাই দিলিপ নামে একজন টুইটারে লিখেছেন, ‘লিওনেল মেসির উচিত নিজের নামকে আর কলঙ্কিত না করে অনতিবিলম্বে অবসরে যাওয়া।’ আরেকজন লিখেছেন, মেসিকে ‘শান্তিতে অবসর নিতে’ দেওয়া উচিত আর্জেন্টিনার। সিজে নামে এক ব্যবহারকারী লিখেছেন, আর্জেন্টিনা যদি আর সামনে যেতে না পারে, মেসির উচিত অবসর নেওয়া এবং অবসরে থাকা।

মেসির ওপর রাগ থেকে নয়, মূলত ভক্তরা বলছেন, মেসি এই আর্জেন্টিনা দলের প্রাপ্য নয়। ডেমি ওয়েওয়ালা নামে এক ভক্ত লিখেছেন, ‘মেসির উচিত অবসর নেওয়া। আর্জেন্টিনা দল আগে শিখুক মেসিকে ছাড়া কীভাবে খেলতে হয়।’ তিনি আরও বলেন, ‘মেসি ছাড়া যদি তারা বাজে খেলে, তাহলে তার উচিত হবে অবসর না ভাঙ্গা।’