প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মেটলাইফ শাহানুর এজেন্সীতে জাতীয় বিমা দিবস পালিত

মেটলাইফ শাহানুর এজেন্সীতে জাতীয় বিমা দিবস পালিত

মানিকগঞ্জ সংবাদদাতা :

আজ বুধবার মানিকগঞ্জে মেটলাইফ শাহানুর এজেন্সীতে জাতীয় বিমা দিবস পালিত হয়েছে।  জাতীয় বিমা দিবস উপলক্ষ্যে মেটলাইফ শাহানুর এজেন্সীর ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ শাহানুর ইসলামের নেতৃত্বে সকালে শহরের শহীদ রফিক সড়কে এক র‌্যালী অনুষ্ঠিত হয়।র‌্যালী শেষে মেটলাইফ শাহানুর এজেন্সীতে জাতীয় বিমা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিট ম্যানেজার মোঃ রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ শাহানুর ইসলাম।আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইউনিট ম্যানেজার বুলবুল আহম্মেদ,মোঃ রমজান আলী,গোবিন্দ্র কুমার সূত্রধর,মোঃ আসাদ হোসেন,মোঃ তারিকুল ইসলাম সহ এফএ বৃন্দ।

ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ শাহানুর ইসলাম বলেন,মেটলাইফ ১৮৬৮ সাল থেকে ১৫৫ বছর যাবৎ বিমা জগতের সেরা কোম্পানী হিসাবে মানুষের সেবা দিয়ে আসছে।১৯৫২ সাল হতে বাংলাদেশে এ কোম্পানী কাজ করে যাচ্ছে।বিশ্ব সেরার সাথে সাথে বাংলাদেশেও মেটলাইফ শ্রেষ্ঠ কোম্পানী হিসাবে গ্রাহকদের সবসেরা সেবা দিয়ে যাচ্ছে।গত ২০২২ সাল মেটলাইফ গ্রাহকদের বিমাদাবী পরিশোধ করেছে ২৫৪৮ কোটি টাকা।গত করোনা কালিন সময়ে শুধু মানিকগঞ্জেই আমাদের এজেন্সীর গ্রাহকদের আমরা প্রায় ৩ কোটি টাকা ক্লেইম দিয়েছি।

বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে মেটলাইফ সর্বোচ্চ কর প্রদান করে।সব মিলিয়ে গ্রাহকদের উন্নত সেবা দিতে মেটলাইফ সদা প্রস্তুত।