প্রচ্ছদ সারাদেশ মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসকসহ ২৭ জন করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসকসহ ২৭ জন করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জে নতুন করে একজন অতিরিক্ত জেলা প্রশাসকসহ ২৭ জন করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও শনাক্তের মধ্যে নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।  এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে। 

আজ বৃহস্পতিবার(১৪মে) সকাল সোয়া ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।নতুন শনাক্তের মধ্যে সদরে ৭ জন, টঙ্গীবাড়ি ১২ জন, সিরাজদিখানে ৪ জন, গজারিয়ায় ৪ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গত ১১ ও ১২ মে পাঠানো নমুনার ঢাকার নিপসম থেকে আসা ১২৪টি রিপোর্টের মধ্যে একজন অতিরিক্ত জেলা প্রশাসকসহ ২৭টি করোনা পজিটিভ এসেছে। এছাড়াও এতে নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।  তিনি আরও জানান, আজকে নতুন করে ১৩৫টি নমুনাসহ এ পর্যন্ত জেলা থেকে ২০৫৭টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬৮৫টি রিপোর্ট পাওয়া গেছে। বাকি রয়েছে ৩৭২টি।

এছাড়া জেলার সিরাজদিখানে নতুন করে ৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলো ৩৪ জন।এদিকে অসুস্থ হয়ে মৃত্যুর পর শনাক্ত হয়েছে ১১ জন ও ঢকার কুর্মিটোলা হাসপাতালে করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। এনিয়ে জেলায় মোট মৃত্যু ১২ জন বলে তিনি জানান।