প্রচ্ছদ হেড লাইন মুজিববর্ষে খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর কাছে আবেদন

মুজিববর্ষে খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর কাছে আবেদন

দণ্ড মওকুফ করে মুজিববর্ষে মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন এক আইনজীবী। আজ মঙ্গলবার সকালে ডাকযোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই আবেদন পাঠান।

মুজিববর্ষে মানবিক কারণে সংবিধানের প্রস্তাবনা, ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী খালেদা জিয়ার দণ্ড মওকুফের জন্য প্রেসিডেন্ট বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী।

আবেদনে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশের তিনবারের প্রধানমন্ত্রী। একজন প্রথম শ্রেণির নাগরিক। একজন বয়স্ক মহিলা। অসুস্থতার কথা বিবেচনা করে খালেদা জিয়াকে আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুক্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ জানান আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।