প্রচ্ছদ আর্ন্তজাতিক মুকুল-অর্জুনকে দিতে দিতে নিঃস্ব হয়ে গিয়েছেন, দাবি মমতার

মুকুল-অর্জুনকে দিতে দিতে নিঃস্ব হয়ে গিয়েছেন, দাবি মমতার

তৃণমূলের এক সময়ের সেকেন্ড-ইন-কম্যান্ড ও ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং-এর চাহিদা পূরণ করতে করতে তিনি নিঃস্ব হয়ে গিয়েছেন। তারপরও তারা গদ্দারি করেছেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ভাটপাড়ার জনসভায় এই দাবি করেন তৃণমূলের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘কেউ কেউ এমনও হন যে তাদের যতই দাও তাও সাধ মেটে না। এই জেলাতেই এরকম দু’জন আছে। একজন বড়, আরএকজন ছোট। ওদের এমপি করতে হবে, এমএলএ করতে হবে, দোকান দিতে হবে, হোটেল দিতে হবে, মল দিতে হবে, পাব দিতে হবে, গার্ডেন দিতে হবে, বাজার দিতে হবে। সব চাই ওদের। আমি এতো কিছু কীভাবে দেব? দিতে দিতে খালি হয়ে গেছি।’

তিনি আরও বলেন, কেউ ওদের দিয়ে খুশি করতে পারবে না। তাছাড়া নেয়ার তো একটা ক্ষমতা থাকে মানুষের। কিন্তু তা না ওদের শুধু চাই চাই চাই। সব একলাই খেয়ে নেবে! বাকিরা কী অপরাধ করেছে!

মমতা বলেন, ‘দলে দু-একজন গদ্দার থাকে। এখানেও একজন গদ্দার ছিল। সে ভেবেছিল লোকসভার টিকিট চেয়েছিল। আমি দেয়নি। কেন দেব? খালি গুণ্ডাগিরি করবে, কোনও উন্নয়নের কাজই করবে না। আর ভোটের সময় টিকিট চাইবে, এটা আমাদের দলে চলবে না।’