প্রচ্ছদ খেলাধুলা ‘মাশরাফি যোদ্ধার মতো দলকে নেতৃত্ব দেয়’

‘মাশরাফি যোদ্ধার মতো দলকে নেতৃত্ব দেয়’

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের বাইশ গজের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বোত্র। শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। যদিও বৃষ্টির কারণে বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে পারেনি বাংলাদেশ। তবে আসরটি নিয়ে টাইগাররা বেশ আত্মবিশ্বাসী।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দাপটের সঙ্গে শিরোপা ঘরে তোলে টাইগারবাহিনী। তাই বিশ্বমঞ্চ শুরুর আগে দল ঠিক পথে আছে বলে মনে করেন হেড কোচ স্টিভ রোডস।

এক বছরের কম সময়ে বাংলাদেশ কোচিংয়ে দারুণ মানিয়ে নিয়েছেন রোডস। তার সঙ্গে ওয়ানডে অধিনায়ক মাশরাফিরও রসায়নটা বেশ জমেছে। আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রোডস বলেন, ‘মাশরাফি যোদ্ধার মতো দলকে নেতৃত্ব দেয়। পরিস্থিতি বিবেচনা করে সে দলকে পথ দেখায়, সবাই তাকে খুব শ্রদ্ধাও করে। সে নিজে যা করে না, অন্যদের তা করতেও বলেন না। দলের সবাই তাকে দারুণ সমর্থন করে। আর আমি জানি অধিনায়ক হিসেবে এটি খুব ভালো একটি গুণ। আমি শুধু চেষ্টা করি তাদের সাথে সম্পর্কটা ভালো রেখে সমর্থন দেওয়ার।’

এদিকে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানেরও প্রশংসা করেছেন রোডস, ‘সাকিব একজন ট্যাকটিকাল অধিনায়ক, সে প্রতিপক্ষকে বুঝতে পারে এবং সঠিক সময় কি করতে হবে তা জানে। ফলে তাদের দু’জনের সঙ্গে আমার দু’ভাবে কাজ করতে হয়।’

২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেনিংটন ওভালে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।