প্রচ্ছদ খেলাধুলা মাশরাফির প্রশংসায় অনিল কুম্বলে

মাশরাফির প্রশংসায় অনিল কুম্বলে

ইনজুরির কারণে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। তারপর ইনজুরি কাটিয়ে দলে ফিরে নিজ কাঁধে যখন দলের দায়িত্ব পেলেন তখন থেকেই বাংলাদেশকে পূর্নাঙ্গ শক্তিশালী দল হিসেবে পরিণত করেন। বলছি বাংলাদেশ ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা যার হাত ধরে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলেছিলো।

মাশরাফি এমন একজন আদর্শ নেতা যার মধ্যে একজন নেতার যেসকল গুণ থাকা প্রয়োজন তার মধ্যে প্রায় সবই বিদ্যমান। আর সেই কারণে মাশরাফির নেতৃত্বে ভিন্ন বাংলাদেশের প্রতিচ্ছবি প্রতিনিয়তই দেখে আসছে ক্রিকেট বিশ্ব। টাইগার দলপতির উচ্চকিত প্রশংসায় তাই দ্বিধা করেননি ক্রিকেটের নানা রথী মহারথীরা। সেই তালিকায় যুক্ত হয়েছেন সাবেক ভারতীয় কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলেও। সম্প্রতি বাংলাদেশ দল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে মাশরাফির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

মাশরাফিকে একজন আদর্শ নেতার খেতাব দিয়ে কুম্বলে বলেছেন, ‘মাশরাফি মর্তুজা একজন খুব ভালো নেতা। সে দলকে একত্রিত করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। সে যখন দলকে নেতৃত্ব দেয়, তখন আপনি ভিন্ন বাংলাদেশ দলকে দেখতে পারবেন।’

কিছুদিন আগে মাশরাফির বন্দনায় মুখর ছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজাও। টাইগার দলপতিকে একজন ঠান্ডা মেজাজের নেতা হিসেবে অভিহিত করেছিলেন তিনি। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেছিলেন, ‘মাশরাফি একজন অনবদ্য অধিনায়ক। ঠান্ডা মেজাজে অধিনায়কত্ব করে। কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তটা নিয়ে থাকে।