প্রচ্ছদ খেলাধুলা মাশরাফির কণ্ঠে ভারত–ম্যাচ নিয়ে দুশ্চিন্তা

মাশরাফির কণ্ঠে ভারত–ম্যাচ নিয়ে দুশ্চিন্তা

আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ। ২৫৪ রান তাড়া করতে নেমে ১১৯ রানে গুটিয়ে গিয়ে ১৩৬ রানের হার সঙ্গী হয়েছে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া দলটির। আজ সুপার ফোরে ভারতের বিপক্ষে খেলতে নামার আগে তাই দুশ্চিন্তা ভর করেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মনে। আফগানিস্তান-ম্যাচের ধাক্কা আজ সামলে ওঠা যাবে তো!

কাল আবুধাবিতে খেলেছে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে। আবুধাবি-দুবাইয়ের দূরত্ব ১২৩ কিলোমিটার। কাল রাতে ভয়াবহ হারের ধাক্কা শরীরে নিয়েই এই ১২৩ কিলোমিটার যাত্রা করতে হয়েছে বাংলাদেশ দলকে। শক্তিশালী ভারতের বিপক্ষে ব্যাপারটি না আবার বড় সমস্যা হয়ে দাঁড়ায় কাল ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে সেই শঙ্কার কথাই জানিয়েছে মাশরাফি, ‘কাল (পড়ুন আজকে) ভারতের বিপক্ষে আমাদের কঠিন ম্যাচ। এই ম্যাচের আগেই খেলোয়াড়দের সব ধাক্কা সামলে উঠতে হবে। আমিরাতের প্রচণ্ড গরমে পরপর দুই ম্যাচ খেলা সব সময়ই কঠিন।’

মাশরাফি ভুল কিছু বলেননি। ভারত এমনিতেই এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। বিরাট কোহলি না থাকলেও ভারতীয় তারকাদের প্রায় সবাই দলে আছেন। তার ওপর আগের ম্যাচেই পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে দারুণ উজ্জীবিত রোহিত শর্মার দল। অন্যদিকে আফগানিস্তানের কাছে হেরে এমনিতেই বিধ্বস্ত বাংলাদেশ। মরার ওপর খাঁড়া যুক্ত হয়েছে আবুধাবি থেকে দুবাইয়ের সড়ক যাত্রা আর মরুভূমির গরম। চোট সমস্যা তো আছেই। সব মিলিয়ে আজ ভারতের বিপক্ষে যে দল অগ্নিপরীক্ষার সামনে দল। মাশরাফি কাল রাতে সংবাদ সম্মেলনে সেটিই বলতে চেয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি আসলেই বাংলাদেশের জন্য বড় ধাক্কা। সেই ধাক্কার শুরু আফগান ইনিংসের ৪০তম ওভার থেকেই। ১৬০ রানে ৭ উইকেট হারানো আফগানরা বাংলাদেশের বোলারদের এলোমেলো বোলিংকে রীতিমতো ‘খুন’ করে দলীয় সংগ্রহটাকে ২৫৫-তে তুলে নেয়। রশিদ খান আর গুলবুদ্দিন নাইবের ব্যাট ছিটকে বাংলাদেশকে ছিটকে দেয় ম্যাচ থেকে। মাশরাফিও মনে করেন ৪০তম ওভারেই ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ, ‘আফগানিস্তান আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তাদের ইনিংসের ৪০তম ওভার থেকেই। তারা দুর্দান্ত খেলেছে। ইনিংসের শেষ ১০ ওভারে আমাদের বোলিং হয়েছে বাজে। আজ ব্যাটিংটাও অপ্রত্যাশিতভাবে খুবই বাজে হয়েছে।’