প্রচ্ছদ আইন আদালত মামলার জট কমানোই প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল

মামলার জট কমানোই প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল

বিডি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম :

বিচার বিভাগের মামলার জট কমিয়ে আনাকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে আখ্যায়িত করেছেন সদ্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মামলা জট কমানো। আমাদের দেশে অনেক মামলা রয়ে গেছে, অনেক মামলা জট হয়ে আছে। এই জট কমানো হচ্ছে বিচার বিভাগে আমার প্রধান চ্যালেঞ্জ।’

আজ বোববার সুপ্রিম কোর্টস্থ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব আশ্বাস দেন। আদালত অঙ্গনের দুর্নীতি-অনিয়ম বন্ধে সহযোগিতা চেয়ে সাংবাদিকদের উদ্দেশে এএম আমিন উদ্দিন বলেন, ‘অনিয়ম-দুর্নীতি বন্ধে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে দুর্নীতি বন্ধ করা অনেক সহজ হবে। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে যেকোনো ধরনের দুর্নীতিকে প্রতিরোধ করার চেষ্টা করব।’

প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রসঙ্গে বর্তমান অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দক্ষতা ও সততায় মাহবুবে আলম এই অফিসটাকে, এই পদটাকে যে উচ্চতায় নিয়ে গেছেন, আমি চেষ্টা করব সেটা বজায় রাখার জন্য। আমি চেষ্টা করব, তিনি যে উচ্চতা সৃষ্টি করে গেছেন, সেটিকে নিম্নগামী হতে না দেওয়া।’

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করা হলে এএম আমিন উদ্দিন বলেন, ‘নারী শিশু নির্যাতনের কথা যদি বলেন, সরকার কিন্তু আগাxমীকালই বিষয়টা ক্যাবিনেট মিটিংয়ে তুলবেন। শাস্তি মৃত্যুদণ্ড করে দেওয়া হচ্ছে।’

দীর্ঘদিন ঝুলে থাকা গুরুত্বপূর্ণ মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো আজ প্রথম এলাম। আমি উনাদের (ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসব। বসে আমি দেখব কোন কোন মামলা পেন্ডিং আছে। সেখান থেকে কিছু মামলা রিভিশনের কারণে বন্ধ হয়ে আছে, সেগুলো খুঁজে বের করে সচল করার চেষ্টা করবো। আর যেগুলো আপিল আছে সেগুলো শুনানি করে নিষ্পত্তির চেষ্টা করব।’

‘আপিল বিভাগের ভার্চুয়াল কোর্ট প্রায় চার হাজার মামলা নিষ্পত্তি করে দিয়েছেন। আপিল বিভাগ কিন্তু পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনছেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আমি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করব, হাইকোর্টেও যেসব পুরনো মামলা রয়েছে, সেগুলো নিষ্পত্তি করার জন্য বেঞ্চগুলোকে যেন বিশেষ নির্দেশনা দেন’, বলেন তিনি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ‘রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য রাষ্ট্র আমাকে নিয়োগ দিয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি রাষ্ট্রীয় সকল দায়িত্ব যথাযথভাবে পালন করব। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব।’

প্রসঙ্গত, আজ রোববার অ্যাটর্নি জেনারেল হিসেবে এএম আমিন উদ্দিন তার কার্যক্রম শুরু করেন। এদিন তিনি আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন। এরপর আইনজীবীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিক সম্মেলনে অংশ নেন।