প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মানিকগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

pouro election-01

তিনি জানান, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রমজান আলী নৌকা ও বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীক পেয়েছেন।

এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫০ জন মনোনয়নপত্র জমা দেন। তাঁদের ৩ জন প্রত্যাহার ও ১ জনের বাতিল হওয়ায় ৪৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ, পৌরসভার মোট ভোটার সংখ্যা ৫৫ হাজার ২০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬হাজার ৯৩৬ জন এবং নারী ভোটার ২৮ হাজার ২৬৬ জন। ২৫টি ভোটকেন্দ্রের ১৪৫ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।