প্রচ্ছদ রাজনীতি নির্বাচন মানিকগঞ্জ পৌরসভার নির্বাচন ২৮ ডিসেম্বর

মানিকগঞ্জ পৌরসভার নির্বাচন ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

আগামী ২৮ নভেম্বর (রোববার) মানিকগঞ্জ পৌরসভাসহ ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

২২ নভেম্বর (রোববার) এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানান, প্রথম ধাপে যেসব পৌরসভায় ভোট হবে, সেগুলোতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, বাছাই হবে ৩ ডিসেম্বর, রিটার্নিং অফিসার কতৃৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এবং ভোট গ্রহণ করা হবে ২৮ ডিসেম্বর। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এসব ভোট নেওয়া হবে।

প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৮শে ডিসেম্বর ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা যায়, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪টি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টি মেয়াদ।