প্রচ্ছদ জাতীয় মানিকগঞ্জ থেকে উদ্বোধন : স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনার টিকা বৃহস্পতিবার

মানিকগঞ্জ থেকে উদ্বোধন : স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনার টিকা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী ১০০ স্কুল শিক্ষার্থীকে ফাইজারের করোনার টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে ১০০ জন স্কুল শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার উদ্বোধন করবেন ।

বুধবার ( ১৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মানিকঞ্জরভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বৃহস্পতিবার মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে ১০০ জন স্কুল শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার উদ্বোধন করবেন । এক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৭ বছরের মধ্যে। জেলার শহরের সরকারি বালক উচ্চ বিদ‌্যালয়ের ৫০ জন এবং সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ জন শিক্ষাথীদের এদিন ফাইজারের টিকা দেওয়া হবে।

তিনি আরো বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে টিকা কার্যক্রম চলছে। এখন স্কুলগামী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রস্তুতি চলছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার মানিকগঞ্জ থেকেই এর যাত্রা শুরু হবে।