প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে স্কুলছাত্রকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে স্কুলছাত্রকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জ সদর উপজেলায় স্কুলছাত্র রাকিব হোসেনকে হত্যার দায়ে শাকিল আহম্মেদ ওরফে মিঠু (২১) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ রোববার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মীর রুহুল আমিন এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাকিল আহম্মেদ মানিকগঞ্জ পৌর এলাকার কান্দা পৌলি গ্রামের মো. মোন্নাফের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

হত্যাকাণ্ডের শিকার রাকিব হোসেন (১৭) পুরান পৌলি গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

মামলার বিবরণে জানা যায়,২০১৮ সালের র্মাচ মাসের ২৭ তারিখ সন্ধ্যায় র্পূব শত্রুতার জের ধরে মানিকগঞ্জের সদর উপজেলার পৌলী গ্রামের রাকিবকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় মিঠু। তারপর তাকে চাপাতি দিয়ে এলোপ্যাথারি কুপাতে থাকে। তার ডাক-চিৎকারে আশপাশের স্থানীয়রা এগিয়ে আসলে মিঠু পাঠিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে স্বজন মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাকিবের অবস্থার অবনতি হলে কতব্যরত চিকিৎসক ঢাকা প্রেরন করেন। ঢাকার পথে তার অবস্থার আরও অবনতি হলে তাকে সাভার এলাম হাসপাতারে নিয়ে যায়। এতে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

পরদিন রাকিবের বাবা মো: খলিলুর হোসেন বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মিঠুকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরের দিন পুলিশ অভিযান চালিয়ে শাকিল আহমেদ মিঠুকে শিবালয় থেকে তাকে গ্রেফতার করেন।

পুলিশ ২০১৮ সালের ২৯জুলাই মাঠুকে আসামী করে চার্শীট দাখিল করে আদালতে। আদালত ২৫জনের স্বাক্ষীর সাক্ষ্যগ্রহনের পর রোববার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে আসামীর উপস্থিতে ফাঁসির আদেশ দেন।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য চার আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী নূরুল ইসলাম ওরফে বাদশা।