প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে মাদকসহ আটক ছাত্রলীগ নেতাকে কারাগারে প্রেরন

মানিকগঞ্জে মাদকসহ আটক ছাত্রলীগ নেতাকে কারাগারে প্রেরন

 

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক হামজা খানকে পৌর এলাকার বেউথা ব্রিজের কাছ থেকে মাদকসহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

মাদক সেবন ও বহনের অভিযোগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম হাতেনাতে মাদকসহ আটক করে তাকে। পরে মাদক মামলায় তিন মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করে সরাসরি জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। দণ্ডপ্রাপ্ত হামজা খান পৌর এলাকার মৃত মালেক খানের ছেলে।

ছাত্রলীগ নেতা

জানা গেছে, শনিবার (৮ আগস্ট) রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম পৌর এলাকার বেউথা ব্রিজের নিকট থেকে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে মাদকসহ আটক করে। এসময় তাঁর কাযালয়ে আদালত বসিয়ে মাদক আইনের ৩৬(১) এর সারনীর ৩২(ক) ধারা মোতাবেক তাকে ৫ হাজার টাকা অর্থ জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে ঘিওর থানা যুবলীগ নেতার মামলায় হামজা খান গ্রেফতার হয়ে জেল হাজতে যান।