প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে বোরো ধানকাটা কর্মসূচীর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মানিকগঞ্জে বোরো ধানকাটা কর্মসূচীর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

 

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ পৌর এলাকার রহমতপুরে কৃষক মুরাদ হোসেন সেলিমের জমিতে ধান কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

এসময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র মো. রমজান আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের পরিচালক আবু বকর সিদ্দিক খান তুষার, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, এবার জেলায় ৪৭ হাজার হেক্টর জমিতে বোরা আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও ৬শ হেক্টের বেশী জমিতে আবাদ হযেছে। যা থেকে ৩ লক্ষ ৩৬ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে।