প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে পেইন-প্যারালাইসিস হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে পেইন-প্যারালাইসিস হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে পেইন-প্যারালাইসিস স্পেশালাইজ্ড এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে আজ মঙ্গলবার সারাদিন ব্যাপী অনুষ্টিত হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শহরের ল”কলেজ এলাকায় হাসপাতালের নিজস্ব ভবনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মানিকগঞ্জ জজকোর্টের পিপি ও জেলা আঃলীগের সাধারন সম্পাদক অ্যাড,আব্দুস সালাম।

হাসপাতালের চেয়ারম্যান সেলিনা আক্তারের সভাপতিত্বে ও এমডি ডাঃ মোঃ শাহিদুল ইসলামের পরিচালনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হৃদরোগ,বক্ষব্যাধি, রক্তনালী বিশেষঞ্জ , সহযোগী অধ্যাপক ডাঃ সঞ্চয় কুমার রাহা,স্ত্রী রোগ বিশেষঞ্জ ও সার্জন ডাঃ স্মৃতি কনা বিশ্বাস,ডাঃ মোঃ ফয়সাল আহম্মেদ,ডাঃ ওয়াজেদ ,ডাঃ সালাউদ্দিন,ডাঃ সালমা,হাসপাতালের পরিচালক জুবায়ের হোসেন রবিন,জামিল হোসন সোহেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পিপি আঃ সালাম বলেন,ভাল সেবা দিয়েই মানুষের মন জয় করতে হবে।চিকিৎসা সেবা একটা মহান ব্যাপার তাই ব্যবসার চিন্তা করে এ পেশা চালানো যাবে না।কেবল সেবার উদ্দেশ্য নিয়েই এ কাজ করতে হবে।আজকের এ ক্যাম্পসহ আপনারা মাঝে মাঝেই এ ধরনের মানবসেবা মূলক কাজ করে থাকেন বলে জানি তাই বলতে চাই এটা আপনাদের নিয়মিত প্রচেষ্টা অব্যাহত চালিয়ে যেতে হবে।কম খরচে ভালমানের সেবার জন্যে আমি অবশ্যই আপনাদের অভিনন্দন জানাই।

হাসপাতালের এমডি ডাঃ মোঃশহিদুল ইসলাম জানান,আজ সারা দিনে প্রায় দেড়শতাধিক রোগীকে আমরা ফ্রি চিকিৎসা সেবা দিব। ২০০৯ সালে প্রতিষ্ঠিত হবার পর হতেই বছরে কয়েক বার ফ্রি মেডিকেল ক্যাম্প সহ গরিব রোগীদের সারা বছরই আমরা ফ্রি চিকিৎসা দিয়ে আসছি।আমাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।