প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে পদ্মায় ধরা পড়লো ২৫ কেজি ওজনের বাঘাইর

মানিকগঞ্জে পদ্মায় ধরা পড়লো ২৫ কেজি ওজনের বাঘাইর

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের দৌলতদিয়া ৬নং ফেরী ঘাটের অদূরে মাঝ পদ্মায় অসেল হালদারের জালে ধরা পরেছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। শুক্রবার (২০ নভেম্বর) ভোর রাতে বিশাল আকৃতির এই মাছ ধরা পরে।

গোয়ালন্দের পদ্মায় ইলিশ শিকারি জেলেদের জালে ধরা না পরলেও প্রতিদিনই বড় বড় বাঘাইড়, পাঙ্গাশ, বোয়াল, রুই ও চিতল মাছ ধরা পরছে, তাই জেলেদের মাঝে বইছে উৎসবের আমেজ। কারণ সারা দিন পদ্মায় জাল ফেলে ছোট সাইজের ৪-৫ টির বেশি ইলিশ ধরা পরছে না। তাতে তিন-চার জন জেলের ভাগে ২০০ টাকাও জোটে না। আর ফেরিঘাটের কাছে জাল ফেলে কম সময়ে কম পরিশ্রম করেই জেলেরা প্রতিদিনই বড় বড় এসব মাছ শিকার করে অনেক বেশি দামে বিক্রি করতে পারছে। এখন তারা বেড় জাল দিয়ে বড় বড় এসব মাছ ধরছে। তবে গোয়ালন্দের পদ্মায় ইলিশের মত পাঙ্গাশেরও সুনাম রয়েছে সুদূর সময় থেকেই।

Podma

জেলে অসেল হালদার বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোর রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে। মাছটি নিয়ে দৌলতদিয়া মৎস্য আড়তে পৌঁছাতেই স্থানীয় মৎস্য আড়তদার চান্দু মোল্লার নজরে আসে। নদীতে বড় বাঘাইড় মাছ ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন কয়েকজন ব্যাপারী। নিলামে উঠালে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ ৯০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন ।