প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, চিকিৎসকসহ ৪ জনের জেল-জরিমানা

মানিকগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, চিকিৎসকসহ ৪ জনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জ :

মানিকগঞ্জে সরকারি নিদের্শনা অমান্য করে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, রোগীদের সাথে প্রতারণা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই প্রতিষ্ঠানসহ তিন জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের ওয়ারলেস গেট এলাকায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়েরের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জেল-জরিামানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইউনানি চিকিৎসক শামীম হোসেন, সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি মো. তোফাজ্জল হোসেন ও শারমিন আক্তার এবং হেলথকেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো.হাবিবুর রহমান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ মো. জুবায়ের বলেন, হালনাগাদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ১০ বেডের জায়গায় ১৮ বেড পরিচালনার অপরাধে হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো.হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অপরদিকে ডায়াগনস্টিক বন্ধ রাখার নির্দেশ অমান্য করে ডায়াগনস্টিক পরিচালনা ও মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অপরাধে সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি মো.তোফাজ্জল হোসেনকে (১০) দিন ও শারমিন আক্তারকে (০৭) দিন এবং ইউনানির চিকিৎসক হয়ে প্রেসক্রিপশনে ভুল ডিগ্রী দিয়ে প্রচারনার অপরাধে মালিক মো.শামিম হোসেনকে (১৫) দিনের কারাদণ্ড প্রদাণ করা হয়।

কারাদণ্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অর্থদণ্ড করা ব্যক্তিরা অর্থদণ্ড পরিশোধ করেছেন। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের ডা.তুষার ও মানিকগঞ্জ সদর থানা পুলিশ সহযোগীতা করেন ।