প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে ঘুষ-তদবির ছাড়াই প্রাথমিকভাবে ২৯জন পুলিশ সদস্য নির্বাচিত

মানিকগঞ্জে ঘুষ-তদবির ছাড়াই প্রাথমিকভাবে ২৯জন পুলিশ সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে মানিকগঞ্জে ঘুষ-তদবির ছাড়াই নিজের যোগ্যতায় প্রাথমিকভাবে ২৯ জন পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত হয়েছেন।

২৪ নভেম্বর রাতে ১০টার দিকে পুলিশ লাইনে ৮৫ জনের মাঝে ভাইবা পরীক্ষা নিয়ে ২৫ জন ছেলে ও ৪ জন মেয়েকে নির্বাচিত করেন। পরে নির্বাচিতদের রোল নাম্বার ঘোষনা দেন পুলিশ সুপার গোলাম আজাদ খান। এবং ওয়েটিংয়ে রয়েছেন ১৩ জন।

এসময় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আশরাফুল ইসলাম, টাঙ্গাইল গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা-সহ জেলার পুলিশ সদস্য বৃন্দ।

নির্বাচিতদের ঘোষনা পরে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কারোরি কোন্ে াপক্ষ থেকে হাত দেওয়ার সুযোগ নেই। এমন একটা সার্কেল যে কারোরি ঢুকার সুযোগ নাই। তোমরা নির্দি¦ধায় সারা জিবন বলতে পারবা তোমার তোমাদের যোগ্যতায় চাকরি পেয়েছো।

নির্বচিত সদস্যরা বলেন, সদা-সত্য ও পরিচ্ছন্ন একটি নিয়োগ পরীক্ষা সম্পর্ন করেছেন। তার জন্য আমরা আজ বিনা টাকা বিনা পয়সাই কোন ধরনের ঘুষ দালালি কোন ধরনের বাটপারি বাদে আমরা আজ স্বচ্ছ ভাবে বাংলাদেশ পুলিশের প্রথমিকভাবে সদস্য হতে পেরেছি।

পরে নির্বাচিত সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান পুলিশ সুপার।