প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে গৃহবধুকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

মানিকগঞ্জে গৃহবধুকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

 

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় বাড়ির নির্মাণকাজে চাঁদা না দেওয়ায় এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ হাজার টাকা নগদ ও ৪০ হাজার টাকার একটি চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হোসাইন খান সাকিবসহ ৬জন ও অজ্ঞাত ১০/১২ জনের নামে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ দিলারা প্রিয়া।

ওই গৃহবধূ জানান, শহরের পোড়রা এলাকায় ওই তিনি তিনতলা বাড়ি নির্মাণ করছেন। আসামী সাবিক, রুবেল, ইমরান, নিলয়, সাগর ও জুয়েলসহ আরও ১০/১২ জন বাড়ি করার কারণে তার কাছে (ওই গৃহবধূ) ১ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ১৩ জুলাই সন্ধ্যা ৭টার দিকে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে ওই চাঁদার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে আসামীরা তাকে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখায়। পরে তিনি ভীত হয়ে তাদেরকে ১০ হাজার টাকা দিয়ে দেন। আসামীরা তাকে হুমকি দিয়ে উত্তরা ব্যাংক চেক নং-০৪০৬১৪৯ মানিকগঞ্জ শাখার (হিসাব নং- ০০১১১০০১২১৪৪৭) একটি চেকে ৪০ হাজার টাকা লিখে জোর করে স্বাক্ষর নিয়ে চলে যায়।

তিনি আরও জানান, যাবার সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য আসামিরা হুমকি দিয়ে যায়। পরের দিন তিনি ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন নিলয় নামের একজন ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে। ভয়ে ঘটনার পর বিষয়টি কাউকে না জানালেও এক আত্মীয় মাধ্যমে বিষয়টি জেনে যান জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা। ওই নেতার পরামর্শে তিনি আসামীদের বিরুদ্ধে শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হোসাইন খান সাকিব সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং ঘটনাটি সম্পর্কে তিনি শুনেননি। ওই গৃহবধূ কারো প্ররোচনায় তার নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ওই গৃহবধূ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।