প্রচ্ছদ সারাদেশ ঢাকা বিভাগ মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৭ জনের করোনা শনাক্ত, ৪ জনের মৃত্যু

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৭ জনের করোনা শনাক্ত, ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করানোয় আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে অপর দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৯ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৮ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত জেলার ২৪ হাজার ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৩৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। তাঁদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মানবেন্দ্র সরকার বলেন, প্রতিদিন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। করোনা ওয়ার্ড ও আইসোলেশন ওয়ার্ড মিলে রোগীদের জন্য শয্যা রয়েছে ১০০টি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৯৬ জন রোগী ভর্তি ছিলেন। এঁদের মধ্যে করোনা আক্রান্ত ৬৫ জন ও আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন ৩১ জন।