প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে গণজমায়েত করে বিয়ের আয়োজন : বর-কনে কোয়ারেন্টিনে

মানিকগঞ্জে গণজমায়েত করে বিয়ের আয়োজন : বর-কনে কোয়ারেন্টিনে

মানিকগঞ্জ :

গভীর রাতে গোপনে গণজমায়েত করে বিয়ের আয়োজন করায় বর-কনেকে কোয়ারেন্টিনে এবং এতে সহায়তা করায় স্থানীয় ইউপি সদস্যকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্যরাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে রাতেই পাতিলাপাড়া গ্রামে যান। এরপর বর মো. বাবুল ও কনে মৌসুমি আক্তারকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি এই বিয়েতে সহযোগিতা করায় বরাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।