প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির মৃত্যু, দাফনে বাধা এলাকাবাসীর

মানিকগঞ্জে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির মৃত্যু, দাফনে বাধা এলাকাবাসীর

মানিকগঞ্জ সংবাদদাতা  :
মানিকগঞ্জ সদর উপজেলায় কোয়ারেন্টিনে থাকা অবস্থায় শ্বাসকষ্টজনিত সমস্যায় এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। ঐ ব্যক্তির শ্বাসকষ্টে মৃত্যুর ঘটনায় তাকে দাফন করতে বাধা দিচ্ছেন এলাকাবাসী।
শনিবার দুপুরে নিহত ৬০ বছর বয়সী ওই ব্যক্তি গেল কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। এলাকাবাসীর অনুরোধে তিনি ১২ দিন ধরে হোম কোয়ারেন্টিনে ছিলেন। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার অন্য কোনো লক্ষণ ছিল না। শনিবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে স্থানীয় ইউপি সদস্য ওই বাড়িতে যান। দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ওই ইউপি সদস্য মারা যাওয়ার বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে অবহিত করেন।
স্থানীয় ভাড়ারিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য তপন কুমার বালো জানান, মৃত ব্যক্তির করোনা উপসর্গ থাকায় গ্রামবাসী তার দাফনের আগে নমুনা সংগ্রহ করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, তিনি বিষয়টি অবগত আছেন। নিয়ম অনুযায়ী তার দাফন হবে এবং নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।