প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু, দুই নার্সসহ নতুন আক্রান্ত ২৫

মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু, দুই নার্সসহ নতুন আক্রান্ত ২৫

manikganj civil sargon

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার পূর্বদাশড়া কালীখোলা এলাকার গনেশ বণিকের ছেলে তাপস বণিক (৪২)। তিনি স্বর্ণের দোকানে কাজ করতেন।

সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: আরশ্বাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, গত ১৮ তারিখে তাপস বণিক করোনার নমুনা প্রদান করেন। গতকাল রোববার তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। আজ সোমবার (২০ জুলাই) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, মানিকগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে দুই নার্সসহ ২৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮০৯ জনে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, সিংগাইর উপজেলায় তিনজন, শিবালয়ে একজন, ঘিওর উপজেলায় দুইজন, সাটুরিয়া উপজেলায় দুইজন ও দৌলতপুর উপজেলায় তিনজন রয়েছেন।

এ সময় তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় আক্রান্ত ৮০৯ জনের মধ্যে ৬৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জেলা সদর হাসপাতালে করোনা ইউনিটে ১৫ জন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছে। বাকিরা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে।