প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা করোনা ডেডিকেটেড হাসপাতালে উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: কাজী একেএম রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে ৪ জন মারা গেলেও করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। হাসপাতালে করোনা আক্রান্ত ১৪১ জন ও উপসর্গ নিয়ে ১৭৮ জন চিকিৎসাধীন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৪ জন রোগী ছাড়পত্র পেলেও নতুন আরও ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদিকে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় ৩ জন রোগীকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২৫ টি নমুনার বিপরীতে ১২১ জন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৭ জন। সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৪২২ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৯১ জন মৃত্যুবরণ করেছেন।