প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধনে পল্লী সমাজের অংশগ্রহণ

মানিকগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধনে পল্লী সমাজের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

“কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্য নিয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০২০ আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় মানিকগঞ্জে ৩০ নভেম্বর এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, মানিকগঞ্জের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, নারী সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকসহ অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বেলা ১১ টায় জেলা শহরের ভাষা শহীদ রফিক চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লীসমাজের অর্ধশতাধিক নারী সদস্যরা নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা মূলক পোষ্টার ও ব্যানার নিয়ে অংশগ্রহন করে। আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর নাসরিন সুলতানার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জী। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ ওমর ফারুক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, নারী নেএী কনা জাহান, বারসিক এর প্রোগাম অফিসার রাশেদা আক্তার প্রমুখ।