প্রচ্ছদ সারাদেশ মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ ড্রেজারসহ গ্রেফতার ৭

মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ ড্রেজারসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ :

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩টি ড্রেজারসহ ৭জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যেমে এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।

আটকরা হলেন ভোলা সদরের পশ্চিম চরপাতা গ্রামের মো. নাছির মোল্লার ছেলে মো. মনির হোসেন (২৫), গোপালগঞ্জের কোটালীপাড়ার তারাশী গ্রামের মৃত আ. আজিজ শেখের ছেলে মো. আ. সালাম (৫৫), বরিশালের মেহেন্দীগঞ্জের চর দাইয়া গ্রামের মৃত জামাল রাঢ়ীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩২), পিরোজপুর জেলার নেছারাবাদের সোহাগদল গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. ইয়াছিন ওরফে মুন্না (২২), বরিশালের মেহেন্দীগঞ্জের গাগরিয়া গ্রামের মৃত আবুল কাশেম মাঝির ছেলে মো. জিয়াউর রহমান (৩৫), ভোলা সদরের পূর্ব চর নন্দনপুর গ্রামের আ. মালেক বেপারীর ছেলে মো. ইউসুফ (২৪), ৭। নারায়নগঞ্জ জেলার সোনারঁগাও থানার আলবদী গ্রামের মো. বজলু রহমান ছেলে মো. আক্তার কাজী (৩৫)।

এদেরকে পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গ্রেফতার করে ডিবি পুলিশ।

ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, হরিরামপুর উপজেলার দুলশুড়া গ্রামের পদ্মা নদী থেকে গতকাল অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি ড্রেজারসহ ৭জনকে গ্রেফতাতার করা হয়েছে। ওই ড্রেজারের বাজার মূল্য তিন কোটি ষাট লাখ টাকা। এব্যপারে হরিরামপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।